দোয়া মাসুরা সকল নামাজেই সালাম ফেরানোর আগে এই দোয়া পড়তে হয়। আর এই দোয়া পাঠ করে আল্লাহ তাআ’লা কাছে গুনাহ মাপ ও মনের ইচ্ছে বলা হয়। আল্লাহ তাআ’লার কাছে এই দোয়া অনেক গুরুত্বপূর্ণ। সকল নামাজে পড়া হয় বলে দোয়া মাসুরা অনেক গুরুত্বপূর্ণ দোয়া।
দোয়া মাসুরা আরবিঃ
اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ الرَّحِيْمُ
দোয়া মাসুরা বাংলা উচ্চারণঃ
আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসিরা । ওয়ালা ইয়াগ ফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি । মাগফিরাতাম মিন ইনদিকা । ওয়ার হামনি । ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ।
দোয়া মাসুরা বাংলা অর্থ/অনুবাদঃ
হে আল্লাহ! আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র আপনিই । অতএব আপনি আপনা হতেই আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন । নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু ।
দোয়া মাসুরা ও একটি গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ নিকট তাওবা করার সময় এই দোয়া পাঠের মাধ্যেমে তাওবা করলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। আমরা ভালো করে এই দোয়া শিখব এবং অন্য কে শিখাতে চেষ্টা করব