লাইলতুল কদর’ আরবি শব্দ। শবে-কদর হলো ‘লাইলাতুল কদর’ -এর ফারসি পরিভাষা। এই রাতে এবাদত হাজার মাসের ছেও বেশি। শবে কদরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে যত বেশি আমল করতে পারবেন ঠিক ততই বেশি সোয়াব পাওয়া যায়। এই রাতের এবাদত আল্লাহ তাআ’লা রহমত ও বরকত দিয়ে বড়িয়ে দিবেন।
শব’ অর্থ রাত, আর আরবি ‘লাইলাতুন’ শব্দের অর্থও রাত বা রজনী। কদর অর্থ সম্মানিত, মহিমান্বিত। সুতরাং লাইলাতুল কদরের অর্থ সম্মানিত রজনী বা মহিমান্বিত রজনী। এই রাতের অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলত পূর্ণ রাত। এই রাতে নামাজ পড়লে আর বেশি দোয়া কবুল হয়। ২ রাকাত করে যত পড়া হয়। নামাজ কত রাকাত পড়তে হবে, যত রাকাত পাড়া যায় পড়তে পারেন।
শবে কদরের নামাজের নিয়ত:
শবে কদর নামাজের অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলত আমল। এই নামাজ ২ রাকাত করে নিয়ত করে যত রাকাত পড়া যায়। বেশি আমল করলে আল্লাহ তাআ’লা কাছে এই রাতে বেশি গুনাহ ও নেকি লাভ করা যায়। এই রাতে আমল হাজার রাকাতেরও বেশি সোয়াব।
শবে কদরের নামাজের নিয়ত আরবী :
نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ لَيْلَةِ الْقَدْرِِ النَّفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ
শবে কদরের নামাজের নিয়তের আরবি উচ্চারণ:
‘নাওয়াইতু আন্ উছাল্লিয়া লিল্লাহি তা’য়ালা রাকআতাই সালাতিল লাইলাতিল কাদ্রি নফ্লে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি- আল্লাহু আকবর।’
শবে কদরের নামাজের নিয়তের বাংলা অর্থ:
আমি কাবামুখী হয়ে আল্লাহর (সন্তুষ্টির) জন্য শবে কদরের দুই রাকআত নফল নামাজ পড়ার নিয়ত করলাম- আল্লাহু আকবর।
আমরা জানতে পারলাম যে, শবে কদরের নামাজের ফজিলত ও নেকি। মানবজাতির উপর রহমত বর্ষণের জন্য আল্লাহর বিশেষ নেয়ামত গুলোর মধ্যে বরকতময়, ফজিলতপূর্ণ ও সম্মানিত একটি রাত হলো লাইলাতুল কদর বা শবে কদর। হাজার মাসের চেয়ে অধিক উত্তম এই শবে কদর। আমরা সঠিক হাদিস জেনে এই শবে কদর আদায় করব।