আল্লাহ তাআ’লা এবং হযরত মুহাম্মদ সাঃ দরুদ পড়লে অনেক অনেক নেকি লাভ করা যায়। সময় পেলে হযরত মুহাম্মদ সাঃ এর উপর দরুদ পড়লে আল্লাহ তাআ’লা যেমন খুশি হয় তেমনি হযরত মুহাম্মদ সাঃ ও অনেক খুশি হয়।
তাই আমরা বেশি বেশি করে দুরুদ পাঠ করব এবং দুনিয়া ও আখেরাতে পুরস্কৃত ও নাজাতের অছিলা হব। আমরা নিজে দরুদ পড়ব এবং অন্য কে দরুদ শিখাব। নিচে ছোট ছোট অনেকগুলো দুরুদ শরীফ দেওয়া হলো।
হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের ওপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত।
আল্লাহ তাআ’লা সবাইকে আল্লাহ রহমতে নিছে আসার রহমত দান করুক আমিন। সবাইকে বেশি বেশি দুরুদ পাঠ করার মন মনশিকতা তৈরি করে দেক আমিন। বেশি বেশি নামাজ পড়ে দরুদ শরিফ পাঠ করতে পার এমন তুওপিক দান করুক আমিন