বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে তখন তাকে সাহু সিজদা দিতে হবে।
বিতর নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। এই ওয়াজিব হলো ফরজ আর সুন্নত এর মাঝা মাঝি অবস্থান করে। অবশ্যয় পড়তে হবে এমনটায় বুঝায়। যদি কোন ব্যাক্তি বিতর নমাজে দোয়া কুনুত ভুলে যায় তখন তাকে সেষ বৈঠকে গিয়ে সালাম পিরানোর আগে সাহু সিজদা দিতে হবে।
বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে তার ক্ষতিপূরন হিসাবে সাহু সিজদা দিতে হবে। এটি না দিলে নামাজ হবে না।
বিতর নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব । ওয়াজিব হলো ফরজ আর সুন্নত এর মাঝা মাঝি অবস্থান করে তাকে। এটি পড়তেই হবে। নামাজের সময় সয়তান যখন অন্য কোন কথা বাতা মনে করিয়ে দেয় তখন মানুষ কি পড়বে কি কি পড়ছে এগুলো মনে তাকে না সে জন্য ভুল হয়ে যায়। এই ভুল করা যাবে না যতটুকু সম্ভব। এই দোয়া কুনুত পাঠ করতে ভুলে গেলে এর ক্ষতিপূরন হিসাবে তাকে সাহু সিজদা দিতে হবে।
বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে তখন সাহু সিজদার মাধ্যমে— সেটার ক্ষতিপূরণ করে নিতে হয়।
সেজদায়ে সাহু ওয়াজিব হবে। অন্যথায় তার বিতির নামাজ সহিহ হবে না। (কিতাবুন নাওয়াজেল ৩/৩৬০ ফাতাওয়া কাসিমিয়া ৭/৬২৪)
হাসান রহ. থেকে বর্ণিত, তিনি বলেন,
إِذَا نَسِيَ الْقُنُوتَ فِي الْوِتْرِ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ
(আসসুনানুল কুবরা, বাইহাকী ৩৯৮৩)
আমাদের যে ব্যাক্তি দোয়া কুনুত ভুলে যায়, সে সেজদায়ে সাহু আদায় করবে।
(আসসুনানুল কুবরা, বাইহাকী ৩৯৮৩)
বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে আমরা মনে করে সাহু সিজদা দিয়ে দিব। দিলে তখন নামাজটা ঠিক হয়ে যাবে। নিয়মিত নামাজ পড়ব আর আল্লাহ তাআ’লা মন ভরে দোয়া করব।