রোজা রেখে চুল ও নখ এবং অবাঞ্চিত লোম কাটা যাবে এতে রোজার কোন ক্ষতি হবে না। রোজা ভঙ্গ যে যে কারন রয়েছে তার মধ্যে এগুলো নেই।
একজন মুমিনের যত পরিষ্কার তাকবে আল্লাহ তাআ’লা তাকে এত ভালোবাসেন। নখ, চুল, অবাঞ্চিত লোম ইত্যাদি পরিষ্কার রাখা আর ভালো। এতে রোজার কোন সমস্যা হয়না।
নখ কাটাতে বা চুল কাটতে কোনো অসুবিধা নেই। কোরআন-হাদিসে রোজা ভঙ্গের কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে। কারণগুলো হলো: সহবাস (স্বামী-স্ত্রীর মিলন), হস্তমৈথুন, পানাহার, যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত, শিঙ্গা লাগানো কিংবা এ-জাতীয় অন্য কোনো কারণে রক্ত বের করা, ইচ্ছাকৃতভাবে বমি করা ও মহিলাদের হায়েজ ও নিফাসের রক্ত বের হওয়া।
রমজানের রোজার উদ্দেশ্য হলো- আল্লাহ ও তার রাসুল (সা.)-এর প্রতি আনুগত্য করা। আল্লাহর হুকুম অনুযায়ী চলা ও রাসুল (সা.)-এর সুন্নত নিজে ব্যক্তিজীবনে নিয়ে আসা।
এই হাদিস গুলো পড়লে আমরা বুঝতে পারলাম যে, নখ, চুল, অবাঞ্চিত লোম ইত্যাদি পরিষ্কার করলে রোজার কোন কিছু ক্ষতি হয় না আর ভালো হয়।