রমজান মাসে রোজাকে আল্লাহ তাআ’লা ফরজ করেছেন। রোজার নিয়ত মানে হলো কাজের প্রতি ইচ্ছে পোষন করা। সেটা মনে মনে হতে পারে আবার নিদিষ্ট দোয়া পড়ে । যাই পড়ন না কেন রোজা হয়ে যাবে। সূর্য উঠার আগে হুক আর পড়ে হুক। সূর্য ডোবার আগে করলেই রোজা হয়ে যাবে। রমজান মাসে রোজা রাখা ফরজ কাজ যারা সাবালক হয়েছেন তাদের সকলের উপর ফরজ।
নিয়ত মানে হলো ইচ্ছে পোষন করা । কোন কাজে ইচ্ছে পোষন করার নামই হলো নিয়ত, সেটা কোন দোয়া হতে পারে আবার সে কাজ করার ইচ্ছে পোষন করা হলেও হয়ে যাবে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হল রোযা রাখার সময়সীমা। ফরজ রোযার নিয়ত করার সময়সীমা হল, দিনের মধ্যভাগ পর্যন্ত। অর্থাৎ দিনের মধ্যভাগের আগ পর্যন্ত নিয়ত করলে তা শুদ্ধ হবে।
প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেন, ‘‘যাবতীয় আমল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং প্রত্যেক ব্যক্তির তা-ই প্রাপ্য হয়, যার সে নিয়ত করে থাকে।
মা আয়েশার হাদীস; তিনি বলেন, একদা নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) তাঁর নিকট এসে জিজ্ঞাসা করলেন, ‘‘তোমাদের কাছে (খাবার) কিছু আছে কি?’’ বললেন, ‘জী না।’ মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) তখন বললেন, ‘‘তাহলে আজকে আমি রোযা থাকলাম।
– حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم –
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হল রোযা রাখার সময়সীমা। ফরজ রোযার নিয়ত করার সময়সীমা হল, দিনের মধ্যভাগ পর্যন্ত। অর্থাৎ দিনের মধ্যভাগের আগ পর্যন্ত নিয়ত করলে তা শুদ্ধ হবে।
রোজার নিয়ত মূলত ইচ্ছে পোষন করা। আমি রোজা রাখব এমন মনোভাব পোষণ করা। রোজা রাখা মুসলিম নরনারী উপর সাবালক হওয়ার পড়ে সকলের উপর ফরজ। তাই রোজা রাখব এবং রোজার যত আমল আছে সব গুলো পালন করতে চেষ্টা করব আমিন