দোয়া মাসুরা হলো একটি সুন্নত আমল ও দোয়া। এটি আমরা নামাজের শেষ ভাগে পড়ে তাকি। এটি পড়ে আমারা নামাজ শেষ করি। আর দোয়া মাসুরা অনেক ফজিলত পূর্ণ একটি দোয়া। কোরআন-হাদিসে বর্ণিত যেকোনো কল্যাণ প্রার্থনামূলক দোয়া পড়লেই হবে। এই দোয়া মাসুরা না পড়লেও নামাজ হবে। তবে এই দোয়ায়ে মাসুরাটি অধিক প্রসিদ্ধি লাভ করেছে। এটা পড়াও উত্তম।
দোয়া মাসুরার পরের দোয়া:
দোয়া মাসুরার পরের অনেক দোয়া পড়ে থাকি। আমরা সাধারণত দোয়া মাসুরা পড়ে নামাজে সালাম পিরায়। এর পরে আমরা অনেক দোয়া কালাম পড়ে তাকি। এগুলো পড়ে আল্লাহ তাআ’লা কাছে মন ভরে দোয়া করি। এগুলো হযরত মুহাম্মদ সা: ও করতেন। এগুলো আমাদের সবাই শিক্ষা দিয়ে গেছেন।
নিছে দোয়া মাসুরা পরের অনেক দোয়া দেওয়া হলো:
আমরা যে যে দোয়া গুলো পড়লে আল্লাহ তাআ’লা কাছে গুনাহ সমূহ মাপ করাতে পারব শে সব দোয়া গুলো দেওয়া হলো। এগুলো অনেক ফজিলত পূর্ণ দোয়া।
হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। যা আমি নামাজে পড়বো। তখন তিনি বললেন, তুমি বল-
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِر لِي مغْفِرَةً مِن عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفور الرَّحِيم
(বুখারি, মুসলিম, মিশকাত)
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাছিরাও ওয়া লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা ফাগফিরলি মাগফিরাতাম মিন্ ইন্দিকা ওয়ার হামনি ইন্নাকা আংতাল গাফুরুর রাহিম।’
অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয় আমি আমার উপর অত্যধিক অত্যাচার করেছি এবং তুমি ব্যতিত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম কর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়ালু।’
(বুখারি, মুসলিম, মিশকাত)
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে এই দোয়াটি এভাবে শেখাতেন, যেভাবে কুরআনের সুরা শেখাতেন। তিনি বলতেন-
اَللَّهُمَّ اِنِّىْ أعُوْذُبِكَ مِنْ عَذَابِ جَهَنَّم- وَأعُوْذُبِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ- وَ أَعُوْذُبِكَ مِن فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ – وَ أَعُوْذُبِكَ مِن فِتْنَةِ الْمَحْيَا وَ فِتْنَةِ الْمَمَاتِ – اَللَّهُمَّ اِنِّىْ أعُوْذُبِكَ مِنْ الْمَأْثَمِ وَ الْمَغْرَم
(বুখারি, মুসলিম, মিশকাত)
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি ঝাহান্নাম। ওয়া আউজুবিকা মিন আজাবিল ক্ববর। ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাঝ্ঝাল। ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল্ মাছামি ওয়া মিনাল মাগরাম।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই, কবরের আজাব হতে আশ্রয় চাই। আশ্রয় চাই দাজ্জালের ফিতনার পরীক্ষা থেকে। তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে এবং তোমার কাছে আশ্রয় চাই পাপ ও ঋণের বোঝা থেকে।’
(বুখারি, মুসলিম, মিশকাত)
দোয়া মাসুরার পরের এই দোয়াও পড়া হয়ে তাকে:
اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
উচ্চারণ : আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।
অর্থ : হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী।
اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।
অর্থ: হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী।
তাই বলা যায় যে আমরা বেশি বেশি করে দোয়া কালাম শিখব এবং আল্লাহ তাআ’লা নিকট নিজের জন্য ও সকল পরিবারের, দেশের সকল মানুষকে জন্য আল্লাহ তাআ’লা কাছে দোয়া করব আমিন।