ফি আমানিল্লাহ অর্থ কি

‘ফি আমানিল্লাহ’ একটি আরবি বাক্য। এর বাংলা অর্থ- ‘আল্লাহর নিরাপত্তায় থাকুন।’ অথবা ‘আল্লাহ আপনাকে রক্ষা করুক।’ এটার সাধারন ধারণা হলো, একজন ব্যাক্তি কারও উপর আল্লাহর সুরক্ষা কামনা করে এটি পাঠ করে।

‘ফি আমানিল্লাহ’ কখন বলতে হয়?

কারও কাছ থেকে বিদায় নেওয়ার সময় ‘Good Bye’ বলার জায়গায় ‘ফি আমানিল্লাহ’ বলা সবচেয়ে উপযুক্ত। ‘ফি আমানিল্লাহ’ ও ‘আল্লাহ হাফিজ‘ এর মধ্যে পার্থক্য হলো ‘আল্লাহ হাফিজ’ অর্থ- ‘আল্লাহ আপনার অভিভাবক/নিরাপত্তাকারী হোক।’
সাধারণত দুজন ব্যক্তি বড় কোনো সফরে যাওয়ার সময় এবং তাদের মধ্যে আবার কখন দেখা হবে না জানা থাকলে- এরকম ক্ষেত্রে ‘ফি আমানিল্লাহ’ বলা হয়। আপনি মুলত কারও সফর নিরাপদ হওয়ার জন্য উইশ/কামনা করছেন।

Source:

https://myislam.org/fi-amanillah/

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।