সবচেয়ে ছোট দুরুদ শরীফ সমূহ অনেক ফজিলত রয়েছে। দুরুদ শরীফ পাঠ করা মানে আল্লাহ কাছে প্রিয়নবী মুহাম্মদ এর উপর শান্তি , রহমত, বরকত জন্য দোয়া করা।

 আল্লাহ তাআ’লা তার প্রিয়নবী মুহাম্মদ স: এর উপর যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআ’লা সবচেয়ে বেশি খুশি হন। প্রিয়নবী মুহাম্মদ সা: বেহেশতে সে ব্যক্তির জন্য সুপারিশ করবে। তাই এই দুরুদ শরীফ পাঠ করা অনেক আমলের কাজ।  দুরুদ শরীফ নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআ’লা তার সকল গুনাহ মাপ করে দেয় এবং তার আমল করতে সাহায্য করে, আমল করতে মন ছায়। তাই ছোট্ট দুরুদ শরীফ পাঠ করতে হবে নিয়মিত।

সবচেয়ে ছোট দুরুদ শরীফ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ، وَعَلٰى آلِ مُحَمَّدٍ

[আল্লাহুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি, ওয়া ‘আলা আ~লি মুহাম্মাদ]

অর্থ: হে আল্লাহ! আপনি উম্মি নবী মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন। [আবু দাউদ: ৯৮১, শায়খ আলবানি (রাহ.) ও অন্যান্য মুহাদ্দিসগণ হাদিসটিকে হাসান (ও সহিহ) বলেছেন]

ছোট দুরুদ শরীফ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ، وَصَلِّ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ

[আল্লাহুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদিন ‘আবদিকা ওয়া রাসূলিক, ওয়া সল্লি ‘আলাল মুঅ্মিনী-না ওয়াল মুঅ্মিনা-ত, ওয়াল মুসলিমী-না ওয়াল মুসলিমা-ত]

(হে আল্লাহ! আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন-মুমিনা ও মুসলিম-মুসলিমার উপরও রহমত প্রেরণ করুন)

ছোট দুরুদ শরীফ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، وَأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ

[আল্লাহুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদ, ওয়া আনযিলহুল মাক্ব‘আদাল মুক্বাররবা ‘ইনদাকা ইয়াওমাল ক্বিয়া-মাহ্]

(হে আল্লাহ! আপনি মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন এবং কিয়ামতের দিন আপনার নিকটেই তাঁকে স্থান দিন)

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে এটি বলবে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে।’’ [মুসনাদ আহমাদ: ২/৩৫২,

ছোট দুরুদ শরীফ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، وَعَلٰى آلِ مُحَمَّدٍ

[আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, ওয়া ‘আলা আ~লি মুহাম্মাদ]

অর্থ: হে আল্লাহ! আপনি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন।

ছোট দুরুদ শরীফ
আরবিاللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
বাংলাআল্লাহুম্মা সল্লি আ’লা মুহা’ম্মাদিওঁ-ওয়া আ’লা আলি মু’হাম্মাদ।
 অর্থহে আল্লাহ! আপনি মুহা’ম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের উপর রহমত বর্ষণ কর।
ছোট দুরুদ শরীফ
আরবিاللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ
বাংলাআল্লা-হুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহা’ম্মাদ।
 অর্থহে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন।
ছোট দুরুদ শরীফ
আরবিصلى الله عليه وسلم
বাংলাসল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম।
 অর্থআল্লাহ তাঁর (মুহা’ম্মদের) প্রতি সালাত (দয়া) ও সালাম (শান্তি) বর্ষণ করুন।
  

এই ছোট ছোট দুরুদ শরীফ সমূহ নিয়মিত পাঠ করলে আল্লাহ  তাআ’লা  আমাদের সকল আপদ বিপদ থেকে রক্ষা করবেন।  আমাদের মনের আশা গুলো পূরণ হবে। আমরা আল্লাহর কাছে যা ছায় সব কিছু দিবে আল্লাহ  তাআ’লা। দুরুদ শরীফ পাঠ করা মানে আল্লাহ কাছে প্রিয়নবী মুহাম্মদ এর উপর শান্তি , রহমত, বরকত জন্য দোয়া করা।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।