বিতর নামাজে দোয়া কুনুত তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর একটা যে কোন সুরা পড়ে আবার নিয়ত বেদে দোয়া কুনুত পড়তে হয়। এর পড়ে রুকুতে যেতে হয়।
এশারের পর আমরা বিতর নামাজ পড়তে থাকি। বিতর নামাজের তৃতীয় রাকাতে ফাতিহা পড়বে। এর পর সুরা মিলাতে হয়। সুরা মিলানো হলে আমরা এই দোয়া কুনুত পরি। সুরা পড়ার পড় আবার আমরা নিয়ত করে তাকি এর পড় আমরা এই দোয়া কুনুত পাঠ করি। এর পর রুকুতে যা।
দোয়া কুনুত আমরা এশারের নামাজে বিতর নামাজে পড়ে তাকি। এটি না পড়লে বেতর নামাজ পড়স যায় না। এটি একটি দোয়া
কুনূত’ শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, তা আমরা জানব। যেমন :
নীরবতা, সালাত, কিয়াম, ইবাদত ইত্যাদি। এখানে উদ্দেশ্য হল : নামাযে কিয়ামের সাথে হালতে দুয়া পাঠ করা। এটি মুলত আমরা এশারের নামাজে বিতর নামাজে পড়ে তাকি। এটি একটি দোয়া।
এই দোয়া কুনুত পাঠ করলে আল্লাহ তাআ’লা সকল গুনাহ মাপ করে দেয়। এটি নামাজের মধ্যে পড়তে হয়। এটি পড়ার উদ্দেশ্য হলো আল্লাহ কাছে ক্ষামা প্রাথনা করা। আল্লাহ তাআ’লা কাছে সলক কিছু জন্য প্রাথনা করা।
দোয়া কুনুত সকালে বিকালে নামাজ ছাড়ায় পাঠ করলে অনেক গুনাহ মাপ হয় এবং অনেক ফজিলত পাওয়া যায়। এটি পড়ার অনেক হযরত মোহাম্মদ সা: এর একটি সুন্নত আমল। এটি নামাজের মাধ্যমে আল্লাহ তাআ’লা কাছে দোয়া প্রাথনা করা হয়।