আত্তাহিয়াতু একটি দোয়া। এই আত্তাহিয়াতু পড়ে আমরা দুরুদ শরীফ পাঠ করে তাকি।
দুই, তিন এবং চার রাকাতের সময় শেষ বৈঠক করা ওয়াজিব। তাই আমরা আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহ কাছে আমরা দোয়া করতে তাকি। হযরত মোহাম্মদ সা: এর কে সরন করে থাকি। আত্তাহিয়াতু এর পড়ে আমরা দরুদ শরীফ পড়ে তাকি। সব গুলো একত্রে দোয়াই বলা হয়ে তাকে।
আত্তাহিয়াতুর পরে কি পড়তে হয়
ব্যক্তি কেবলার দিকে মুখ করে আল্লাহ তাআ’লা মহিমা ও হযরত মোহাম্মদ সা: অনুগত করে তাকে। এটি আল্লাহ তাআ’লা প্রতি অনুগত করে আল্লাহ তাআ’লা কাছে দোয়া করতে তাকে এই নামাজেট মাধ্যমে। নামাজ সমপূনটায় একটা দোয়া। এর মধ্যে সব বিষয় মিলিয়ে আল্লাহ তাআ’লা কাছে মন ভরে দোয়া করার মাধ্যম।
এর পড় আমরা দুরুদ শরীফ পাঠ করে তাকি তাহলো
দুরুদ শরীফ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
Durood Sharif Bangla:
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আলি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।
বাংলা অর্থ:
হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের ওপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহা-মহিমান্বিত।
আমরা সকলেই এই দোয়াটি ভালো করে মুখস্ত করব এবং অন্যকে ভালো করে শিখাব। আল্লাহ তাআ’লা সবাইকে শিখার তুওপিক দান করুক আমিন।