রমজান মাস ফজিলতের মাস। এই মাসে সবচেয়ে আনন্দের সময় হলো ইফতারের সময়। রোজাদার ব্যক্তির জন্য খুবই আনন্দের একটা সময়। আর এই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআ’লা সকল দরজা খুলা রাখেন। সকল দোয়া কবুল করে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে। আরেকটি হচ্ছে- যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।’ -জামে তিরমিজি : ৭৬৬
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করাকালীন সময়ে বলতেন-
ইফতারের পরের দোয়া আরবি:
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
ইফতারের পরের দোয়া আরবি উচ্চারণ:
‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’
ইফতারের পরের দোয়া বাংলা অর্থ :
(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো ‘ (আবু দাউদ, মিশকাত)
আমরা জানতে পারলাম যে, ইফতারের দোয়ার পরের দোয়া আমরা শিখলাম। ইফতারে দোয়া পড়ার পর এই ছোট দোয়াটি পড়বে। এই দোয়ার অনেক ফজিলত। রমজান মাসে রোজা রাখার পর ইফতার, দোয়া নামাজ এগুলো অনেক ফজিলত পূর্ণ। তাই আমরা রমজানের সকল আমল যথা সময়ে এবং যথা নিয়মে পালন করব।