দুরুদে ইব্রাহিম  গুরুত্বপূর্ণ  দরুদ শরীফ। হযরত মোহাম্মদ সা: এর কাছে এই দরুদ অনেক পছন্দ ছিল। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআ’লা বন্ধাকে অনেক পছন্দ করে।  নবীরাসূলগনের তার জন্য দোয়া করতে তাকে। দরুদ শরীফ পাঠের জন্য বন্ধার সকল ধরনের আপদ বিপদ কম তাকে। রহমত নাজিল হতে তাকে।

দরুদে ইব্রাহিমের আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ-

اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

উচ্চারণ: 
আল্লা-হুম্মা স্বাল্লি আলা মুহাম্মাদিঁউঅআলা আ-লি মুহাম্মাদ, কামা স্বাল্লাইতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকাহামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউঅ আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ।
 
অর্থ:
হে আল্লাহ! তুমি হজরত মুহাম্মদ ও তাঁর বংশধরের উপর রহমত বর্ষণ কর, যেমন তুমি হজরত ইব্রাহিম ও তাঁর বংশধরের উপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত।

ফজিলত

দরুদপাঠ কারি নবী শাফায়েত পাবে হাসরের ময়দানে। আল্লাহ ও নবী রাসূলগনের উপর দরুদ পাঠ করলে আল্লাহ তাআ’লা খুশি হয় এবং সকল প্রকার সমস্যা দূর করে দেয়। নিয়মিত দরুদ পাঠকারী দুনিয়া ও আখেরাতে পুরস্কৃত করবেন আল্লাহ তাআ’লা। আর সকলের জন্য দরুদ পাঠ করতে হয়।  এটি একটি অনেক নেকি ও লাভ জনক দোয়া।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।