দুরুদে নারিয়া একটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া। দুরুদে নারিয়া অর্থ হলো আগুন থেকে বাঁচার দোয়া।এই দোয়া পরিলে আল্লাহ তাআ’লা বন্ধার মনের আশা পূরণ করে তাকে। সকল ধরনের কাজ করে এই দোয়া। অন্য অন্য দোয়া মতই এটি। এটি বিপদে আপদে অনেক কজে দেয়। তাই এই দোয়া অনেক গুরুত্বপূর্ণ দোয়া।
দুরুদে নারিয়া :
مُحَمَّدِنِ الَّذِيْ تَنْحَلُّ بِهِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ وَتُقْضىٰ بِهِ الْحَوَائِجُ وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ وَحُسْنُ الْخَوَاتِمِ وَيُسْتَسْقَي الْغَمَامُ بِوَجْهِهٖ الْكَرِيْمِ وَعَليٰ اٰلِهٖ وَصَحْبِهٖ فِي كُلِّ لَمْحَةٍ وَّنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَكَ-
দুরুদে নারিয়া বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ছাল্লি ছালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আ’লা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহীল উক্বাদু ওয়া তানফারিজু বিহীল কুরাবু ওয়া তুক্বদ-বিহীল হাওয়ায়িজু ওয়া তুনালু বিহীর রাগাইবু ওয়া হুসনুল খওয়াতিমু ওয়া ইউস্ তাস্কাল গামামু বিওয়াজ হিহিল কারীম। ওয়া আ’লা আলিহী ওয়া ছাহবিহী ফী কুল্লি লামহাতিন ওয়া নাফাসিম বিআদাদি কুল্লি মা’লুমল্লাক্।
দুরুদে নারিয়া বাংলা অর্থ
হে আল্লাহ আমাদের সরদার হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর পরিপূর্ণ দুরূদ ও সালাম পৌছান, যার [মুহাম্মদ (সাঃ)-এর কারণে সমস্ত কঠিন বিপদ-আপদ থেকে উদ্ধার পাওয়া যায় এবং সব ধরণের বালা-মুছীবত দূর হয় এবং যার কারণে সকল প্রকারের হাযত পূরণ হয়। তাঁর কারণেই সমস্ত আশা আকাংখা বাস্তবায়িত হয় এবং তাঁর কারণেই ইমান অবস্থায় মানুষের মৃত্যু হয়। তাঁর সম্মানিত জাতের ওছীলায় বৃষ্টিপাত হয় এবং তাঁর পরিবারবর্গ ও সাহাবীদের উপর প্রতি মুহুর্তে ঐ পরিমাণ দুরূদ ও সালাম পাঠান যে পরিমাণ আপনার জ্ঞানে আছ।
ফজিলত
দরুদে নারিয়া এর ফজিলত সম্পর্কে আলোচনা করলে শেষ হবে না। এর ফজিলত অনেক। এটি সাধারণ বিপদে আপদে আল্লাহর কাছে দোয়া প্রাথনা কাজ করে তাকে। দোয়া নারিয়া এর ফজিলত অনেক, নবী রাসূলগনের জন্য আমরা এত ফজিলত পূর্ণ দোয়া পায়লাম। দরুদে নারিয়া সকালে নামাজের পর আর বিকেলে নামাজের শেষ ওড়লে আল্লাহ তাআ’লা সকল বিপদ আপদ থেকে রক্ষা করে।