দুরুদে শিফা যদি কোন ব্যক্তি সকাল সন্ধ্যা ৩বার করে এখলাসের সাথে পাঠ করে তাহলে সে ব্যক্তির দীর্ঘ আয়াত হবে। নিয়মিত এখলাস এর সাথে পাঠ করলে বড় বড় রোগ ও মহামারী থেকে মুক্তি দান করবে আমিন।
দুরুদে শিফা আরবি:
أَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ طِبِّ الْقُلُوْبِ وَدَوَائِهَا وَعَافِيَةِ الأَبْدَانِ وَشِفَائِهَا وَنُوْرِ الأَبْصَارِ وَضِيَائِهَا وَعَلَى آَلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ
দুরুদে শিফা উচ্চারণ:
আল্লাহুম্মা ছাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলি সায়্যিদিনা মদহাম্মাদিন বি‘আদাদি কুল্লি দা‘ইওঁ ওয়া দাওয়া . ওয়া বি‘আদাদি কুল্লি ইল্লাতিওঁ ওয়া শিফা।
দুরুদে শিফা বাংলা অর্থ:
হে আল্লাহ ! তুমি আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরগণের ওপর মানুষের সব ধরণের রোগ , ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি প্রেরণ করো।
দুরুদে শিফা
একটি গুরুত্বপূর্ণ দরুদ শরীফ হলো দুরুদে শিফা এটিকে আবার রোগ শিফা নামেও এই দোয়া বেশি পরিচিত। এই দোয়া পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলে রোগ থেকে শিফা পাওয়া যায়।
ধরেন কোন এলাকায় বসন্ত সহ মহামারি দেখা দিলে সকালে বিকালে এই দোয়া পাঠ করে আল্লাহর নিকট ক্ষমা ছায়লে আল্লাহ তাআ’লা ঐ মহামারী থেকে মুক্তি দেয়। সকল রোগের জন্য এই দোয়া পাঠ করিলে আল্লাহ রহমতে রোগ থেকে মুক্তি দান করে।
দুরুদ শিফা আল্লাাহ তা’আলা রহমতে হযরত মুহাম্মদ সাঃ সহ সকল সাহাবী গন এই দেয়া নিয়মিত ভাবে আাদায় করত সকল রোগ থেকে মুক্তি লাভ করত। কোন ব্যক্তি যদি 3 বার করে দুরুদ শিফা পাঠ করত তখন তার বিশাল বিশাল রোাগ থেকে রক্ষা পেয়ে যেত। তাই বলা যায় যে এই দ্য়োর গুরুত্ব অনেক বেশ